Logo

খেলাধুলা    >>   আল্লাহ মোহাম্মদ গজনফরের বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের বড় জয়

আল্লাহ মোহাম্মদ গজনফরের বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের বড় জয়

আল্লাহ মোহাম্মদ গজনফরের বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের বড় জয়

আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। শারজাহতে ৩ উইকেটে ১২০ রান তুলে সহজ জয়ের পথে থাকলেও পরবর্তী চার ওভারের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। গজনফর মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট, যা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার।

বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন গজনফর। ৩১তম ওভারে মেহেদী হাসান মিরাজকে আউট করে তার শিকার শুরু হয়, যা শেষ হয় শরিফুল ইসলামের উইকেট নিয়ে। মুজিব-উর রহমানের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া গজনফর একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়ে আফগানিস্তানকে ম্যাচে এগিয়ে দেন। মুজিবের পরিবর্তে দলে ঢুকে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার স্বপ্ন পূরণ করেন তিনি। গজনফরের মতে, তার সফলতার পেছনে রশিদ খান ও মোহাম্মদ নবীর পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গজনফর বলেন, “প্রথম স্পেলে বোলিং করতে আসি, ভালো ছন্দে ছিলাম। এক উইকেট পাওয়ার পর ছন্দ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফিরে আসার কথা ভাবলাম এবং তা পারলাম। দলকে জেতাতে পারা যেকোনো বোলারের স্বপ্ন এবং আমারও সেই স্বপ্ন পূরণ হলো।” ম্যাচ শেষে গজনফর তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে বাংলাদেশ দলের জন্য আরও খারাপ সংবাদ হচ্ছে, আঙুলে চোট পেয়ে শুক্রবারের দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। তার চোট কতটা গুরুতর তা আজকের পরীক্ষায় জানা যাবে, যা নিশ্চিত করবে তিনি সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন কিনা।

এই হারের পর বাংলাদেশের দল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ব্যাটিংয়ে ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারানো যেন অভাবনীয়। এই ম্যাচের ফলে আফগানিস্তান তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে এবং পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী হয়ে খেলতে মুখিয়ে রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert